ফ্রিলান্সিং বা আউটসোরসিং করতে চাচ্ছেন কিন্তু ভালো কোন গাইডলাইন পাচ্ছেন না? ইউটিউবে যে ফ্রি ভিডিওগুলো পাচ্ছেন সেগুলো কোনটাই পরিপূর্ণ ভাবে পাওয়া যাচ্ছে না? কোন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেই ভালো রেজাল্ট পাচ্ছেন না?

হ্যা, আপনি যদি এই ধরনের সমস্যায় থাকেন তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন, আশা করি আপনাকে সাহায্য করবে।

বাংলাদেশ এর প্রেক্ষাপটে এখন ফ্রিলান্সিং – আউটসোরসিং ট্রেনিং টা একটা বড় ধরনের ব্যবসায় পরিনত হয়েছে এবং কিছু লোক এই বিষয়ে কিছু না জেনেই একটি ট্রেনিং সেন্টার খুলে বসছে।  এখন আপনি হয়তোবা প্রশ্ন করবেন ম্যাবস্ আই.টি তাহলে কি?

আমি এই প্রশ্নের উত্তর দেবার জন্যই এই পোস্টটি লিখছি।

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

ম্যাবস্ আই.টি বাংলাদেশ সরকার অনুমোদিত একটি বেসরকারী আই.টি প্রতিষ্ঠান।  এই প্রতিষ্ঠানটি মূলত ফ্রিলান্সিং এবং আউটসোরসিং করে থাকে।  বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, ডেভলোপমেন্ট এবং ইনোভেশন আইডিয়া নিয়ে কাজ করে।  ম্যাবস্ আই.টি -এর মূল ক্লাইন্ট সমূহ হচ্ছে USA, UK, Canada, Australia, New Zealand এবং Singapur ভিত্তিক।

ম্যাবস্ আই.টি বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যগে কিছুটা অবদান রাখার লক্ষে কাজ করছে।

কেন ম্যাবস্ আই.টি অন্যদের থেকে আলাদা

ম্যাবস্ আই.টি মুলত ভিডিও ট্রেনিং এর মাধ্যমে ফ্রিলান্সার এবং ডিজিটাল মার্কেটারদের স্কিল ডেভলোপ করে থাকে।  এখানে আপনি অনেক অনেক ভিডিও কোর্স পাবেন এবং এই কোর্সগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও এর মাধ্যমে দেওয়া হয়।  এখানে আপনি ভিডিও এর পাশাপাশি যেই রিসোর্স গুলো আছে সেগুলোও দিয়ে থাকে।

অনলাইনে ঘরে বসেই ভিডিও এর মাধ্যমে এক্সপার্ট থেকে শিখতে পারবেন এবং নিজেকে দক্ষ ডিজিটাল ফ্রিলান্সার বা মার্কেটার হিসেবে তৈরি করতে পারবেন।  এছাড়াও এখানে থাকছে ফ্রিলান্সিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিডিও মার্কেটিং, ওয়েব ডিজাইন ইত্যাদি বিষয়ক অনেক অনেক রিসোর্স যা কিনা আপনার কাজে অনেক সহয়তা করবে।

মেম্বারশিপ সুবিধা কেন দেওয়া হয়েছে

আমরা দেখেছি বাংলাদেশ এর অনেক ছেলে-মেয়ে বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে যে কোন একটি বিষয়ে যখন শিখতে যচ্ছে কোর্স এর মেয়াদ শেষ হয়ে গেলে এর পর কাজের সহয়তার জন্য ওই ট্রেনিং সেন্টার আর তেমন সাহায্য করে থাকেনা।  কিন্তু কাজ শেখার পর যখন আপনি কাজ শুরু করতে যাবেন তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।  তখন যদি কেউ পাশে না থাকে তাহলে কাজ করে সামনে আগানো অনেক কস্টকর হয়ে পরে।

আমরা এই বিষয়টি চিন্তা করেই মেম্বার্স প্যনেল তৈরি করেছি যাতে করে আপনার কাজের সহায়তার জন্য আপনি অনেক অনেক রিসোর্স পেতে পারেন এবং এখানে মেম্বারশিপ নিলে লাজুক হাসান এর যত পেইড কোর্স আছে সব কোর্স আপনি ফ্রি দেখতে পারবেন।  তাতে করে মার্কেট আপডেট এর সাথে সাথে নিজেকেও আপডেট রাখতে পারবেন।

কিন্তু ট্রেনিং সেন্টারগুলোতে দেখা যায় তারা ট্রেন্ডিং বিষয়গুলো দিয়ে একটি কোর্স করিয়ে ৮,০০০-১০,০০০ টাকা নিয়ে নিচ্ছে কিন্তু পরবর্তীতে যখন মার্কেট এর কিছু পরিবর্তন হচ্ছে তখন আপনাকে অন্য কারো কাছে সাহায্য এর জন্য যেতে হচ্ছে বা আবার নতুন করে ট্রেনিং করতে হচ্ছে।

এই সব বিষয়গুলো চিন্তা করেই আমাদের মেম্বারশিপের ব্যবস্থা রাখা হচ্ছে। ​ এখানে আমাদের ৩ ধরনের মেম্বারশিপ আছে।

  1. ফ্রি লাইফটাইম মেম্বারশিপ
  2. ১ বছরের জন্য মেম্বারশিপ
  3. লাইফটাইম মেম্বারশিপ

আমাদের মেম্বারশিপের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

আমাদের মেম্বার্স প্যানেল মূলত ফ্রিলান্সিং এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড রিসোর্স সেন্টার।  এখানে আপনি পাবেন নিচের বিষয়সমুহঃ

এখানে কি কি কোর্স থাকবে?

  • অ্যাফিলিয়েট মার্কেটিং গাইড
  • সিপিএ মার্কেটিং গাইড
  • ফ্রিলান্সিং গাইড (UpWork, Freelancer, Fiverr)
  • কিভাবে ভিজিটর জেনারেট করতে হয় (ফ্রি এবং পেইড)
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  • ভিডিও মার্কেটিং
  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডেভলোপমেন্ট (প্রোগ্রামিং)
  • ইউটিউব অ্যাডসেন্স এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যায়
  • মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যায়
  • টিশারট বিজনেস কিভাবে করা যায়
  • লোকাল মার্কেটিং কিভভাবে করতে হয়
  • ফেসবুক, গুলল, বিং পেইড ক্যাম্পেইন
  • ইংরেজি ভাষা শিক্ষা
  • এবং আরো অনেক কিছু…

ম্যাবস্ আই.টি থেকে কিভাবে টাকা ইনকাম করা যাবে

হ্যা, আপনি ১০০% সঠিক তথ্য জেনেছেন।  ম্যাবস্ আই.টি থেকে আপনি চাইলে ২ ভাবে টাকা ইনকাম করতে পারবেন।  আমাদের এখানে যে কেউ চাইলে ট্রেইনার এবং অ্যাফিলিয়েট হিসেবে ইনাকাম করতে পারবে।  সেটা কিভাবে?

ট্রেইনার হিসেবে ইনকাম

আপনার যদি কোন বিষয় খুব ভালো দক্ষতা থাকে তাহলে আপনি চাইলে আমাদের প্যানেলে আপনার নিজের ভিডিও কোর্স পাবলিশ করতে পারবেন এবং এখানে কোম্পানি আপনাকে আপনার কোর্স এর বিক্রি থেকে একটা রেভিনিউ শেয়ার দেবে।  আমাদের ই-টিচার দের জন্য আমরা দিচ্ছি ৩০% থেকে ৭০% পর্যন্ত রেভিনিউ শেয়ার।  এর অর্থ হচ্ছে আপনার কোর্স এর মুল্য যদি আপনি নির্ধারণ করেন ১০০০ টাকা তাহলে আপনি প্রতি কোর্স ইনরোলমেন্ট থেকে পাবেন ৩০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত।

এই বিষয়ে আমাদের প্যানেলে ই-টিচারদের জন্য আলাদা ট্রেনিং এর ব্যবস্থাও আছে।  যাতে করে আপনি খুব সহজেই ম্যাবস্ আই.টি -তে কাজ করে ম্যাবস্ আই.টি থেকে ইনাকাম করতে পারেন।

অ্যাফিলিয়েট হিসেবে ইনকাম

আপনি চাইলে আমাদের মেম্বার্স প্যানেলের অ্যাফিলিয়েট করে এখান থেকে ইনকাম করতে পারেন।  তবে এখানে শুধু পেইড মেম্বাররাই অ্যাফিলিয়েট এর সুযোগ পাচ্ছে।  এখানে আমরা অ্যাফিলিয়েট মার্কেটারদের দিচ্ছি ২০% কমিশন।  আমাদের অ্যাফিলিয়েট সিস্টেমটা অন্যদের থেকে একটু ভিন্ন।  আমাদের এখানে অ্যাফিলিয়েটটা হচ্ছে রেফারেল বেসিস অ্যাফিলিয়েট।

একটু বিস্তারিত বললে যেটা আসে হচ্ছে, আপনি যদি কাউকে আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আমন্ত্রণ করেন তাহলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি সে দেখতে পাবে এবং সে যদি ফ্রি বা পেইড যেভাবেই একাউন্ট করুক না কেন তার রেজিস্ট্রেশনটা আপনার টিম মেম্বার হিসেবে হয়ে যাবে।  এবং সে যদি ফ্রি মেম্বারশিপ নিয়ে পরে কখনো আমাদের সাইট থেকে কোন কোর্স কিনে থাকে বা মেম্বারশিপ আপগ্রেড করে আপনি সাথে সাথেই কমিশন পাবেন।

এই বিষয়ে আমাদের প্যানেলে অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য আলাদা ট্রেনিং এর ব্যবস্থাও আছে।  যাতে করে আপনি খুব সহজেই ম্যাবস্ আই.টি এর অ্যাফিলিয়েট হিসেবে কাজ করে ম্যাবস্ আই.টি থেকে ইনাকাম করতে পারেন।

Recommendation

আপনি যদি ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে ম্যাবস্ আই.টি আপনাকে অনেকভাবেই সাহায্য করবে এবং আপনি চাইলে ম্যাবস্ আই.টি ফ্রি মেম্বারশিপ নিয়ে আগে মেম্বার্স প্যানেলের বিস্তারিত দেখতে পারেন।  এখানে অনেক ফ্রি কোর্সও আপনি পাবেন সেগুলো আগে দেখুন এর পর যদি আপনি মনে করেন ম্যাবস্ আই.টি আপনাকে সাহায্য করবে তাহলে মেম্বারশিপ আপগ্রেড করে নিতে পারবেন।

ফ্রি একাউন্ট করে নিতে এখানে ক্লিক করুন

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

3 Comments

    • দুঃখিত স্যার, আপনাকে ১ বারেই পেমেন্ট করতে হবে। আর আমাদের পেমেন্ট সিস্টেম অটোমেটিক আপনি পেমেন্ট করার সাথে সাথেই আপনার একাউন্ট একটিভ হয়ে যাবে। আমাদের আগামি ১৫/১০/২০১৮ তারিখ পর্যন্ত একটা ডিস্কাউন্ট অফার আছে এর পর ১ বছরের মেম্বারশিপ এর ফি ১৫,০০০ টাকা এবং লাইফটাইম মেম্বারশিপ ফি ২৫,০০০ টাকা হয়ে যাবে। ধন্যবাদ।

Write A Comment