আপনি যদি অনলাইনে ফ্রিলান্সিং বা মার্কেটিং শুরু করতে চান তাহলে আপনার অবশ্যই নিজের একটি ওয়েবসাইট থাকতে হবে। আমাকে অনেকেই ফোন করে প্রশ্ন করেন ভাই ডোমেইন এবং হোস্টিং কি? এবং অনেকেই প্রশ্ন করেন আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করতে চাই তাহলে আমি কি ফ্রি ডোমেইন দিয়ে কাজ করতে পারবো? আমি সব সময়ই বলি যদি আপনি ব্যাবসার উদ্যেশ্য করে কাজ শুরু করেন তাহলে অবশ্যই আপনার নিজের একটি প্রোফেশনাল ডোমেইন প্রোয়জন হবে।
এই মুহূর্তে যারা আর্টিকেলটি পড়ছেন তাদের অনেকেই ডোমেইন এবং হোস্টিং আসলে কি জিনিষ এটাই হয়তোবা জানেন না। এই পোস্ট এ আমি মূলত ডোমেইন হোস্টিং কি এবং কেন আমাদের এটি বিজনেস এর জন্য প্রোয়জন হবে এই বিষয়গুলো তুলে ধরার চেস্টা করেছি।
ডোমেইন বলতে আমরা কি বুঝি ?
ডোমেইন বলতে আমি বুঝি ভারচ্যুয়াল হোম। ইন্টারনেটে কোন একটি ওয়েবসাইটের নাম বা ঠিকানাকে ডোমেইন বলা হয়। ওয়েরসাইট করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটের একটি নাম দিতে হবে। আর ওয়েবসাইটের সেই নামকেই বলা হয় ডোমেইন। যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুজে পাবে সেটাই হলো ডোমেইন। যেমন আমরা ফেইসবুক কে খুজে পাই www.facebook.com দিয়ে। গুগল কে অমারা খুজেপাই www.google.com দিয়ে।
যে নাম দিয়ে আপনার ওয়েবসাইট একজন লোক ভিজিট করবে সেটাই হলো আপনার ওয়েবসাইটের ডোমেইন ।
ডোমেইন শুধুমাত্র .com দিয়েই হবে সেরকম নয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডোমেইন (TLD – টপ লেভেল ডোমেইন) এক্সটেনশন ব্যবহার করা হয়। ব্যবসা বা সাধারন ব্যবহারের জন্য সবাই .com ই ব্যবহার করে। আরো অনেক ধরনের ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা যায়, যেমন: অরগানাইজেশনের জন্য .org, নেটওয়ার্কিং সাইটের জন্য .net, ইনফরমেশন সাইটের জন্য .info ইত্যাদিসহ আরও অনেক ধরনের ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়।
উপরে যে ডোমেইনের কথা বলা হলো সেটা প্রিমিয়াম ডোমেইন। এগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। সাধারনত এধরনের ডোমেইনের মূল্য ৮০০-২০০০ টাকার মধ্যে হয়ে থাকে এক বছরের জন্য। আপনি কোন ডোমেইন সারা জীবনের জন্য কিনতে পারবেন না এখানে প্রতি বছর অনুযায়ী আপনাকে ডোমেইন রিনিউ করে নিতে হবে।
হোস্টিং বলতে আমরা কি বুঝি ?
অনেকেই ডোমেইন কি তা জানেন কিন্তু হোস্টিং কি তা জানেন না। সহজ ভাষায় হোস্টিং হচ্ছে ইন্টারনেটে কোন একটি জায়গা, যেখানে আপনি আপনার কোন তথ্য রাখবেন এবং তা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে রক্ষণাবেক্ষণ করবেন এমন একটি মাধ্যম।
আপনি একটি ডোমেইন কিনলেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটের একটি নাম কিনলেন। আপনার ওয়েবসাইট কে এমন একটা পিসি তে রাখতে হবে যেটা ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অন থাকবে। সবসময় চালু থাকে এমন একটা পিসিতে আপনার ওয়েবসাইট রাখার সুবিধা দিয়ে থাকে হোস্টিং কোম্পানীগুলো।
সাধারনভাবে, আমার কোন একটি ওয়েবসাইটের জন্য হোস্টিং ব্যবহার করি। কারণ, ওয়েবসাইটের টেক্সট, ইমেজ, অন্যান্য ফাইল, অডিও/ভিডিও কন্টেন্ট (যদি থাকে) এগুলো ওয়েবসাইটে দেখানোর জন্য আমাদের হোস্টিং ব্যবহার করতে হয়। হোস্টিং ছাড়া, ইন্টারনেটে ওয়েবসাইট চালাতে পারবেন না। আপনি আপনার পিসিতে ওয়েবসাইট রাখলে আপনার কম্পিউটার বন্ধ বা ইন্টারনেট সংযোগ না থকলে আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পারবে না।
ডোমেইন এবং হোস্টিং কেন আমাদের প্রোয়জন
আপনি যদি ফ্রিলান্সিং করেন তাহলে আপনার নিজের নামে একটি ওয়েবসাইট থাকাটা অনেক জরুরী। এর কারন হচ্ছে আপনি যদি প্রোফেশনালি আপনার স্কিল আপনার ক্লাইন্টকে দেখাতে চান তাহলে আপনার ফ্রিলান্সার মার্কেটপ্লেসের একাউন্টই আপনার সব কিছুনা। নিজের স্কিল দেখানোর জন্য আপনার নিজের একটি পোর্টফলিও সাইট তৈরি করে নিতে পারেন। তাতে করে আপনার ক্লাইন্ট আপনার সম্পর্কে আরো অনেক কিছুই জানতে পারবে যেটা কিনা আপনার ফ্রিলান্সার একাউন্ট থেকে অনেক সময় সম্ভব নাও হতে পারে।
আপনি চাইলে আপনার মার্কেটপ্লেসের পাশাপাশি নিজের ওয়েবসাইটে কোন সার্ভিস বিক্রি করতে পারেন, আপনার প্রতিদিনের কাজ, এক্সপেরিয়েন্স, এবং নতুন নতুন প্রোজেক্ট নিয়ে ব্লগ আর্টিকেল লিখতে পারেন। এই কাজগুলো সাধারন ফ্রিলান্সাররা করে না কিন্তু যেটা কিনা অনেক জরুরী একটি বিষয় নিজেকে ক্লাইন্ট এর সামনে উপস্থাপন করার জন্য।
আপনি যদি অনলাইন মার্কেটিং করেন তাহলে নিজের ওয়েবসাইটতো অবশ্যই অনেক বেশি জরুরী। কারন আপনি যদি কোন মার্কেটপ্লেসে কাজ করতে চান তাহলে যেখা যাবে ভালো ভালো সব নেটওয়ার্ক প্রথমেই আপনার ওয়েবসাইট এর আড্রেস জানতে চাইবে। কারন আপনার নিজের যদি একটি ঠিকানাই না থাকে তাহলে আপনি কিভাবে মার্কেটিং করবেন। এছারা আরো অনেক অনেক বিষয় আছে যা কিনা এই একটি আর্টিকেল এ আমি লিখতে পারছিনা। আশা করছি পরবর্তী আর্টিকেলগুলোতে আরো অনেক অনেক তথ্য আপনি পাবেন।
Recommendation
আপনি যদি ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে ম্যাবস্ আই.টি আপনাকে অনেকভাবেই সাহায্য করবে এবং আপনি চাইলে ম্যাবস্ আই.টি ফ্রি মেম্বারশিপ নিয়ে আগে মেম্বার্স প্যানেলের বিস্তারিত দেখতে পারেন। এখানে অনেক ফ্রি কোর্সও আপনি পাবেন সেগুলো আগে দেখুন এর পর যদি আপনি মনে করেন ম্যাবস্ আই.টি আপনাকে সাহায্য করবে তাহলে মেম্বারশিপ আপগ্রেড করে নিতে পারবেন।
ফ্রি একাউন্ট করে নিতে এখানে ক্লিক করুন
FAQ
আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।