আমার কাছে ইমেইল লিস্ট আছে আমি কিভাবে গেটরেসপন্স ব্যবহার করে বাল্ক ইমেইল পাঠাতে পারি? এই প্রশ্ন আমি হাজার বার শুনেছি।  যাদের মনে এই ধরনের প্রশ্ন আছে তাদের জন্য আমার এই পোস্ট।

আপনি যদি অনলাইন মার্কেটিং তথা অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং করতে চান তাহলে ইমেইল মার্কেটিং হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়।  কারন অনলাইনে কাজ করতে গেলে আপনার ক্লাইন্ট বা সাবস্ক্রাইবার যত বেশি হবে আপনি তত বেশি ইনকাম জেনারেট করতে পারবেন।

[tcb-script async=”” src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”][/tcb-script][tcb-script](adsbygoogle = window.adsbygoogle || []).push({});[/tcb-script]

এখন এই ইমেইল মার্কেটিং করতে গেলে আমাদের সাবস্ক্রাইবার বা ইমেইল লিস্ট প্রয়জন। আমাদের অনেক নতুন মার্কেটাররা মনে করে থাকেন যে ইমেইল লিস্ট কালেক্ট করে সেই ইমেইল অ্যাড্রেস এ ইমেইল পাঠানোই মনে হয় ইমেইল মার্কেটিং।

বিষয়টি আসলে তা না।  এটাকে মার্কেটিং বলে না এটা স্প্যামিং এর পর্যায়ে পড়ে। আমিও যখন নতুন ছিলাম আমিও অনেক ভূল করেছি এবং ভূল করে করে শিখেছি।  অনলাইন মার্কেটিং এ আজ প্রায় ৭-৮ বছরের বেশি সময়ের অভিজ্ঞতায় আমি যেটা বলছি এটা মার্কেটিং না এটা স্প্যামিং।

তাহলে ইমেইল মার্কেটিং কি এবং কিভাবে করে

ইমেইল মার্কেটিং হচ্ছে আপনার সাবস্ক্রাইবার যখন নিজের ইচ্ছায় আপনাকে তার ইমেইল অ্যাড্রেস দেবে আপনার কাছ থেকে তথ্য পাবার জন্য।  এবং আপনি তাকে ইমেইল এর মাধ্যমে তথ্য পাঠাবেন। এবং এই তথ্যের ভেতর আপনার অবশ্যই কোন বেনিফিট থাকতে হবে।

ইমেইল এর মাধ্যমে কোন পণ্যের মার্কেটিং করাকেই আসলে বলা হয় ইমেইল মার্কেটিং।  বাল্ক ইমেইল এর মাধ্যমেও ইমেইল পাঠাতে পারেন কিন্তু সেখানে আপনার লং টাইম বিজনেস এর জন্য তেমন কোন সুবিধা আপনি পাবেন না।

আপনাকে কৌশল করে ভিজিটরের থেকে তার ইমেইল অ্যাড্রেস বেড় করে নিতে হবে এবং আপনি পরবর্তীতে তাকে ইমেইল এর মাধ্যমে তথ্য এবং পাশাপাশি কোন পণ্য কেনার জন্য উথসাহিত করবেন।  এবং সে যখন কোন পণ্য কিনবে আপনি একটি কমিশন পাবেন।

একটা জিনিশ মাথায় রাখবেন – যখন আপনি কাউকে কোন পণ্য কেনার জন্য উতসাহিত করবেন তখন সেই পন্য যেন তার উপকারে আসে সেদিকে নজর দেবেন।  যদি সে ওই পণ্য থেকে উপকার পায় তাহলে পরবর্তীতে ওই ব্যক্তি আপনার কথা শুনবে এবং আপনার রিকমেন্ড করা পণ্য বার বার কিনবে।

গেটরেসপন্স তাহলে কি?

গেটরেসপন্স হচ্ছে ইমেইল মার্কেটিং এর একটি অটমেশন সেবা।  তাদের সাইট থেকে আপনি সাবস্ক্রাইবার নেবার জন্য ফর্ম তৈরি করতে পারবেন।  যেটাকে আমরা বলি অপ্টিন ফর্ম।  এই অপ্টিন ফর্ম আপনার ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের ভেতর ব্যবহার করে ভিজিটরের ইমেইল অ্যাড্রেস টা নেওয়ার চেস্টা করতে হবে।

যখন ভিজিটর তার ইমেইল অ্যাড্রেস সাবমিট করবে তার ইমেইল অ্যাড্রেসটি আপনার গেটরেসপন্স এর একাউন্টে জমা হবে এবং আপনি পরবর্তীতে তাকে মেনুয়াল বা অটোমেটিক ইমেইল পাঠাতে পারবেন।  এবং এতাকেই বলা হচ্ছে ইমেইল অটোমেশন।

গেটরেসপন্স এ ইমেইল ইমপোর্ট করা যাবে?

এখানে আপনি চাইলেই ইমেইল ইমপোর্ট করতে পারবেন কিন্তু আপনি যখন ইমেইল ইমপোর্ট করবেন ওই ইমেইলে ইমেইল পাঠালে ইমেইল ইনবক্স এ যাবার সম্ভবনা অনেক কম থাকে।  কারন ওই ইমেইল এর মালিক হয়তোবা আপনাকে ইমেইল পাঠানোর পারমিশন দেইনি।  আপনি নিজের মন মত তাকে ইমেইল পাঠাচ্ছেন।

[tcb-script async=”” src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”][/tcb-script][tcb-script](adsbygoogle = window.adsbygoogle || []).push({});[/tcb-script]

ইমেইল সাবস্ক্রাইবার কিভাবে নেবো

এটা অনেক বড় একটি প্রশ্ন।  এটার উত্তর আমি এখানে বিস্তারিত দিতে পারছিনা তবে সংক্ষিপ্ত ভাবে বলছি – আপনাকে প্রথমে এমন কোন একটি ভেলু তৈরি করতে হবে যেটা পাবার জন্য আপনার ভিজিটর ইমেইল সাবমিট করতে আগ্রহ প্রকাশ করবে।

এবং আপনার একটি ল্যান্ডিং পেজ তৈরি সেখানে অপ্টিন ফর্ম সেটাপ করে ওই পেজে ভিজিটর পাঠাতে হবে।  যখন ভিজিটর আসবে তখন তারা ইমেইল সাবমিট করবে আপনি যা দিচ্ছেন সেই তথ্য বা ভেলু নেবার জন্য।  একটি উদাহরন সরুপ আপনাকে বললে সহজে বুঝবেন।

ধরুন আমি আমার সিপিএ কোর্সটি আপনার কাছে বিক্রি করতে চাচ্ছি। আমি প্রথমে ফ্রি ৪/৫ টা ভিডিও বানালাম এবং সেই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ খুব ভালো তথ্য দিলাম সিপিএ সম্পর্কে।  এখন আমি একটি ল্যান্ডিং পেজ তৈরি করলাম এবং আপনাকে বললাম যে আপনি যদি সিপিএ মার্কেটিং এর স্টেপ বাই স্টেপ ফ্রি ভিডিও গাইড পেতে চান আপনার ইমেইল সাবমিট করুন আমি আপনাকে ইমেইল এ ভিডিও লিঙ্ক পাঠাচ্ছি।

আপনি কি করবেন?

হ্যা, অবশ্যই আপনি ইমেইল সাবমিট করবেন এবং আপনাকে আমি সিপিএ ভিডিও গুলো ইমেইল এ পাঠালাম।  এখন আমি আপনার ইমেইল অ্যাড্রেস পেয়ে গেলাম।  আমি চাইলেই আপনাকে পরবর্তীতে আমার পেইড সিপিএ কোর্স এর জন্য ইমেইল পাঠাতে পারছি এবং আপনাকে আমি বলছি যে এখানে আপনি আরো ৬৮ টি ভিডিও পাবেন সাথে সিপিএ নেটওয়ার্কে একাউন্ট ও পাবেন।

এখন আপনি কি করবেন?

হ্যা, আপনি আমার কোর্সটি কিনবেন এবং ১০০ জনের ভেতর দেখা যাবে ২০/৩০ জন আমার কোর্স আপনারা কিনবেন।

আশা করি বুঝতে পেরেছেন।

GetResponse এ ৩০ দিন ফ্রি ট্রায়াল একাউন্ট করতে চাইলে এখানে ক্লিক করুন এবং আপনার একাউন্ট তৈরি করে নিন।  আশা করি একাউন্ট কিভাবে করতে হয় সেটি দেখলেই আপনি বুঝতে পারবেন।  এর পরও যদি সমস্যা হয় এই কোর্সটি (ফ্রি) দেখতে পারেন।

Recommendation

আপনি যদি অনলাইনে আপনার ক্যারিয়ার বিল্ডআপ করতে চান তাহলে আমি রিকমেন্ড করবো আমাদের মেম্বার্স প্যানেলে ফ্রি একাউন্ট করে নিন।  আমাদের মেম্বার্স প্যানেলে অনেক ফ্রি এবং পেইড রিসোর্স পাবেন এবং আশা করি আমাদের এই রিসোর্স আপনার অনলাইন ক্যারিয়ারের পথকে অনেক সহজ করবে।

এখানে ক্লিক করুন – ফ্রি একাউন্ট করে নিন

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

2 Comments

  1. অনেক ধন্যবাদ স্যার, তথ্যবহল আর্টিকেল এর জন্য।

  2. আমি Mabs It থেকে অনেক দিন যাবৎ ফ্রি ইনফরমেশন পাচ্ছি এবং এর মাধ্যনে আমি অনেক কিছুই জানতে পেরেছি। ধন্যবাদ লাজুক হাসান ভাইয়া কে।
    যাদের সামর্থ্য আছে তাদের উচিৎ ম্যাবস আইটির সাথে লাইফ টাইম যুক্ত থাকা।

Write A Comment