অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং করতে চাচ্ছেন কিন্তু কিভাবে সেল করবেন সেটা বুঝে উঠতে পারছেন না? এই আর্টিকেল এ আপনাকে আমি সেলস ফানেল সম্পর্কে বলবো যেটা কিনা আপনার সেল পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।
নতুন মার্কেটারদের ফেইল করার মূল কারন তারা খুব দ্রুত ইনকামের দিকে যেতে চায় আর এই কারনে তারা কোন একটি প্রোডাক্ট প্রোমোট করার জন্য সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়েই মার্কেটিং করে থাকে।
আপনিও যদি এই কাজ করে থাকেন তাহলে এখনই এই কাজ থেকে বিরত থাকুন কারন আপনিও ফেইল করার রাস্তায় হাটছেন। বিশ্বের যত বড় বড় মার্কেটার আছে তাদের সফলার মূল জিনিসই হচ্ছে সেলস ফানেল। আমি চেস্টা করবো এই আর্টিকেল এ আপনাকে সেলস ফানেল এর গুরুত্ব বোজানোর জন্য।
সেলস ফানেল কি?
IMAGE
সেলস ফানেল হচ্ছে কোন পণ্য বিক্রি করার একটি ভালো মাধ্যম। অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে আশা করি আপনার কিছুটা হলেও ধারনা আছে এবং আপনি জানেন কোন পণ্য বা সেবা কমিশন ভিত্তিক বিক্রি করার মাধ্যমকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। কোন প্রোডাক্ট এর অ্যাফিলিয়েট লিঙ্ক পাবার পর আমাদের মূল কাজই হয় ট্রাফিক জেনারেট করা এবং এখানেই নতুন মার্কেটাররা ভূল করে থাকে।
হ্যা, নতুন মার্কেটাররা অ্যাফিলিয়েট লিঙ্ক পাবার পরই ট্রাফিক এর চিন্তা করে কিন্তু এখানে আপনাকে ট্রাফিক এর পরিবর্তে সেলিং প্রোসেস নিয়ে চিন্তা করতে হবে। আপনাকে ভাবতে হবে কিভাবে এই পণ্যটির তথ্য আমার ভিজিটরের সামনে দিলে সে প্রোডাক্টটি কিনতে আগ্রহি হবে।
ধরুন আপনি ঘুম থেকে উঠলেন আর আমি আপনার সামনে গিয়ে বললাম ভাই আপনি যদি জুতা কিনতে চান তাহলে এই লিঙ্ক থেকে জুতা কিনতে পারেন। আপনি কি করবেন জুতা কি কিনবেন?
মনে হয়না আপনি জুতা কিনবেন হয়তোবা শুধু জুতার লিঙ্ক বা ছবিটি দেখার জন্য লিঙ্কটি ওপেন করতে পারেন কিন্তু কেনার মত মনমানুষিকটা হয়তোবা তখন আপনার নেই।
এর কারন কী?
এর কারন হচ্ছে জুতা যে আপনার এখন দরকার সেই বিষয়টি আপনি অনুধাবন করতে পারছেন না এবং আমি আপনার প্রয়োজনকে আপনার সামনে তুলে ধরতে পারিনি। আশা করি বুঝতে পেরেছেন।
কিভাবে প্রোডাক্ট বিক্রি করা যায়?
আপনি যখনই কোন প্রোডাক্ট বিক্রির কথা চিন্তা করবেন আপনাকে আগে খুজে বের করতে হবে ওই পণ্য মূলত কোন সমস্যার সমাধান করছে। সমস্যা গুলো যখন খুজে বেড় করতে পারবেন তখন আপনার অডিয়েন্স কারা হবে সেটাও খুব সহজে আপনি সনাক্ত করতে পারেবন।
এর পর আপনাকে এমন একটি সেলিং প্রোসেস তৈরি করতে হবে যাতে করে আপনার পণ্য আপনার ভিজিটর কিনতে আগ্রহি হয়।
যেমন উদাহরন সরুপ আমি যদি কোন পণ্য বিক্রি করতে চাই তাহলে ওই পণ্য যেই সমস্যার সমাধান করছে সেই সমস্যা সনাক্ত করে নেই এবং এর পর ওই সমস্যার সমাধান নিয়ে একটি আর্টিকেল লিখি। আমি ওই আর্টিকেল টাকে একটা পিডিএফ ফাইল তৈরি করে নেই এবং ওই পিডিএফ ফাইল ই হচ্ছে আমার পণ্য বিক্রি করার মূল হাতিয়ার।
এখন আমি একটি ল্যান্ডিং পেজ তৈরি করি এবং সেখানে আমি বলি আপনি যদি খুব দ্রুত এই “(_ সমস্যার _)” সামধান জানতে চান তাহলে আমার সিক্রেট টিপস এর একটি বই ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। (example: Learn How to Make $5,000 in Next 30 Days)
এই পিডিএফ ফাইলটি আমি ফ্রি আমার ভিজিটরদের অফার করি এবং আমার বই টি যদি কেউ নিতে চায় তাহলে অবশ্যই তার ইমেইল অ্যাড্রেস দিতে হবে কারন আমি তাকে ইমেইল এর মাধ্যমে বইটি পাঠাবো।
এখন আমি আমার নিজের ল্যান্ডিং পেজ এ ভিজিটর পাঠাই সেটা ফ্রি বা পেইড যেভাবেই হোক না কেন। যখনই কেউ আমার বইটি ডাউনলোড করার জন্য ইমেইল অ্যাড্রেস দিচ্ছে আমি তার কন্টাক্ট ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এবং বইটি ডাউনলোড করতে দেবার পাশাপাশি আমি তাকে আমার পণ্য অফার করছি।
যদি সে সাথে সাথে প্রোডাক্ট না ক্রয় করে কোনোই সমস্যা নেই কারন তার ইমেইল অ্যাড্রেস আমার কাছে আছে। আমি তাকে পরবর্তীতে ইমেইল এর মাধ্যমে আমার পণ্য ক্রয় করার জন্য বার বার বিভিন্ন ভাবে ইমেইল করতে পারবো। এবং দেখা যাবে সে একসময় আমার কাছ থেকে পণ্য কিনবে।
যদি আমার এই পণ্য সে না কেনে কোনই সমস্যা নেই আমি পরবর্তীতে তাকে অন্য পণ্য অফার কারতে পারবো কারন আমি জানি সে কি সমস্যার মধ্যে আছে। তার সমস্যার সমাধান হয় এমন কিছু আমি তাকে অফার করতে পারবো।
আমি এতোক্ষন যেই কথা গুলো বললাম এটাকেই মূলত সেলস ফানেল বলা হয়। বিষয়টি আরো সহজে বোঝানোর জন্য আমি একটি ভিডিও দিয়েছি সেটি দেখুন আশা করি সেলস ফানেল সম্পর্কে আপনার খুব ভালো ধারনা হয়ে যাবে।
আশা করি সেলস ফানেল এর বেসিক থেকে অ্যাডভান্স অনেক বিষয়ই আপনি এখন জানেন। এবং আশা করবো ফেইল করা লোকেদের মত ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক প্রোমশন করা থেকে এখন আপনি বিরত থাকবেন এবং নিজের সেলস ফানেল তৈরি করে কাজ শুরু করতে পারবেন।
সেলস ফানেল সম্পর্কে স্টেপ বাই স্টেপ ভিডিও ট্রেনিং দেখতে আমাদের প্যানেলে একাউন্ট করুন এবং নিচের বাটনে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন।
স্টেপ বাই স্টেপ গাইড চাই
আপনি যদি ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে ম্যাবস্ আই.টি আপনাকে অনেকভাবেই সাহায্য করবে এবং আপনি চাইলে ম্যাবস্ আই.টি ফ্রি মেম্বারশিপ নিয়ে আগে মেম্বার্স প্যানেলের বিস্তারিত দেখতে পারেন। এখানে অনেক ফ্রি কোর্সও আপনি পাবেন সেগুলো আগে দেখুন এর পর যদি আপনি মনে করেন ম্যাবস্ আই.টি আপনাকে সাহায্য করবে তাহলে মেম্বারশিপ আপগ্রেড করে নিতে পারবেন।
ফ্রি একাউন্ট করে নিতে এখানে ক্লিক করুন
FAQ
আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।