ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন?
আপনি কি আপনার ব্যবসার বিজ্ঞাপন নিয়ে চিন্তা করছেন? অনেক জায়গাতে শুনেছেন ডিজিটাল মার্কেটিং করুন, কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? তাহলে এই আর্টিকেল আপনার জন্য, কারণ এই আর্টিকেল এ আমি আপনাকে শেয়ার করবো ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে শুরু করতে হয়।
বর্তমানে ব্যবসায়িক বিজ্ঞাপনের সবথেকে বড় ও উন্নত মাধ্যমটির নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেন, ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার গড়া সম্ভব কিনা, এখানে আয় কেমন, কি যোগ্যতা থাকা দরকার, আবার কাদের জন্যই বা ডিজিটাল মার্কেটিং। এই আর্টিকেল থেকে ইনশাআল্লাহ্ সব উত্তর পেয়ে যাবেন।
ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) কি?
IMAGE
ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়। বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহার করে আমরা এখন ঘরে বসে বিশ্বের সব খবরাখবর রাখতে পারছি, দুর দূরান্তের মানুষের সাথে সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একে অন্যকে দেখতে পারছি।
এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকেই মূলত আমরা ডিজিটাল মার্কেটিং বলি।
আরো সহজ ভাবে বলি, আমরা প্রতিনিয়ত ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি সাইট ব্যবহার করছি। এই সাইটগুলতে আমার আপনার মত আরো লক্ষ্য লক্ষ্য লোক ব্যবহার করে থাকে। যেহেতু এখানে অনেক অডিয়েন্স আছে সেহেতু এখানে যদি আমরা আমাদের পণ্যের প্রচারণা করতে পারি তাহলে খুব সহজেই আমরা কাস্টমার পেতে পারি।
এবং এই অডিয়েন্স এর কাছে নিজের পণ্যের প্রচারণার মাধ্যমকেই আমরা ডিজিটাল মার্কেটিং বলি।
ডিজিটাল মার্কেটিং কেন করবেন?
ডিজিটাল মার্কেটিং শুরু করার আগে অবশ্যই জানা দরকার কেন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন? তবে এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই – আপনি যখন টিভি দেখেন, তখন যেই পণ্যের বিজ্ঞাপন গুলো আপনি দেখেন, তার সব পণ্যই কি আপনি কেনেন বা সেগুলো সব ই কি আপনার জরুরী?
আমার মনে হয় আপনার উত্তর হবে “না”। কারণ যেই বিজ্ঞাপন গুলো দেখানো হচ্ছে, টিভি চ্যানেল জানেনা কে আসলে টিভি টা দেখছে।
এখন ধরুন আপনি অবিবাহিত একজন ব্যাক্তি এবং আপনার বাসায় কোন বাচ্চাও নেই, আপনার সামনে যদি বাচ্চাদের ডাইপারের বিজ্ঞাপন দেওয়া হয় তাহলে ওই বিজ্ঞাপন দেখে আপনার কি কোন লাভ আছে, নাকি ওই কোম্পানির কোন লাভ আছে।
এখানে ওই কোম্পানির কিন্তু কোন লাভ হচ্ছেনা, বিজ্ঞাপন দিতে যেই টাকা খরচ হচ্ছে, তা সবই জলে যাচ্ছে।
অন্যদিকে দেখুন, আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন কিভাবে বার্গার তৈরি করা যায়, এবং ভিডিও দেখার মাঝেই একটা বিজ্ঞাপন চলে আসলো বার্গার এর জন্য বেস্ট সস কোনটা বা বার্গার তৈরি করার জন্য কোথা থেকে জিনিসপত্র কিনতে পারেন।
তাহলে এই বিজ্ঞাপন টা আপানার কাছে কেমন লাগবে এবং এখান থেকে আপনি কি ওই পণ্য কিনতে আগ্রহী হবেন? আমার মনে হয় অবশ্যই আপনি আমার সাথে একমত হবেন এবং অবশ্যই এই বিজ্ঞাপন থেকে ওই কোম্পানির পণ্য বিক্রি হবে।
আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের পণ্যের জন্য টার্গেটেড কাস্টমার খুব সহজে খুঁজে পেতে পারি এবং এখানে খরচও তুলনামূলক ভাবে অনেক কম।
কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন?
IMAGE
প্রথমত আপনার পণ্যটি কোন ক্যাটাগরির কাস্টমারের কাছে চাহিদা সম্পূর্ণ তা বিবেচনা করে সে অনুযায়ী সঠিক তথ্য ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরতে হবে। পণ্যের ধরণ ও চাহিদানুযায়ী আপনাকে কনটেন্ট সাজাতে হবে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেলস ফানেল তৈরি করা।
আমার দেখা মতে বাংলাদেশ এর ৯৫% কোম্পানি তাদের পণ্য বিক্রি করার জন্য সেলস ফানেল তৈরি করেন না এবং যার কারণে তাদের সেলস তুলনামূলক ভাবে অনেক কম হয়।
সেলস ফানেল এর মাধ্যমে সেলকে ২-৩ গুন বাড়িয়ে নেওয়া সম্ভব।
আপনার সেলস ফানেল তৈরি করার পর চিন্তা করতে হবে কোন ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে মার্কেটিং শুরু করবেন এবং সেই ডিজিটাল মাধ্যমটি সম্পর্কে আপনাকে ভাল জ্ঞান রাখতে হবে।
ডিজিটাল মার্কেটিং কত প্রকার?
লোকাল বিজনেস ক্যম্পেইন বা টিপিক্যাল টাইপ মার্কেটিং এ যেমন অনেকভাবে আমরা বিজ্ঞাপন করতে পারি, ঠিক তেমনি ডিজিটাল মার্কেটিং অনেক প্রকারের হয়ে থাকে, তবে এই সাতটি মাধ্যম অনেক জনপ্রিয়। এই আর্টিকেলে আমি এই ৭ প্রকার ডিজিটাল মার্কেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব।
- কনটেন্ট মার্কেটিং
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
- সার্চ ইঞ্জিন মার্কেটিং
- সোসাল মিডিয়া মার্কেটিং
- ইমেইল মার্কেটিং
- এসএমএস মার্কেটিং
- ওয়েব এনালাইটিক্স
কনটেন্ট মার্কেটিংঃ
ইংলিশ এ বলা হয় “কন্টেন্ট ইজ কিং”। হ্যাঁ, কথাটা আসলেই সত্য। আমার গত ৮ বছরের বেশি মার্কেটিং অভিজ্ঞতায় আমি বলবো যদি কোন কিছু বিক্রি করতে চান তাহলে কন্টেন্ট তৈরি করুন।
কনটেন্ট হলো কোন একটি পণ্য, বিষয় বা বস্ত কে কেন্দ্র করে ব্লগ পোষ্ট, ছবি বা ভিডিও এর মাধ্যমে তার আকর্ষণীয় বর্ণনা করে তা ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা। বিভিন্ন পণ্যের ডিজিটাল বিজ্ঞাপনকেও কনটেন্ট মার্কেটিং বলা যায়।
ব্লগিং এর মাধ্যমে পণ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা, অনলাইনে ছবি বা পোস্টারিং অথবা ভিডিও মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারকে কনটেন্ট মার্কেটিং বলে।
IMAGE
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন হচ্ছে একটা অরগানিক ট্রাফিক জেনারেশন ম্যাথড। গুগলে প্রতিনিয়ত আমরা বিভিন্ন তথ্য খুঁজে থাকি, কোন কিছু লিখে যখন সার্চ করা হয় সেটাকে বলা হয় কিওয়ার্ড, আর এই কিওয়ার্ড লিখে সার্চ করলে অনেক অনেক রেজাল্ট দেখতে পাই। কিন্তু অনেক রেজাল্ট এর মাঝে প্রথম পেজে যেই ১০টি রেজাল্ট দেখায় আমরা কিন্তু ওই রেজাল্ট গুলোই দেখে থাকি।
কেউই আমরা দ্বিতীয় বা তৃতীয় পেজে গিয়ে সাইট ভিজিট করিনা।
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা এসইও মূলত আপনার ওয়েবসাইটি গুগল, ইয়াহু বিং অথবা অন্য কোন সার্চ ইঞ্জিনে অনুসন্ধান ফলাফলগুলি পর্যালোচনা করে থাকে। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
আপনি যদি সঠিকভাবে আপনার কন্টেন্ট এর এসইও করতে পারেন, তাহলে যখন কোন ভিজিটর তার কাঙ্ক্ষিত বিষয় নিয়ে গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে তথ্য সার্চ করবে, আপনার ওয়েবসাইট বা কন্টেন্ট যদি প্রথম দিকে দেখানো হয় তাহলে খুব সহজেই আপনি ফ্রি অডিয়েন্স পাবেন এবং অবশ্যই আপনার বিক্রি বৃদ্ধি পাবে।
কারন বর্তমানে মানুষ কোন পণ্য কেনার আগে গুগল থেকে বা সার্চ ইঞ্জিন থেকে সার্চ দিয়ে আগে বিষয়গুলো নিয়ে রিসার্চ করে দেখে এবং এর পর সিদ্ধান্ত নিয়ে থাকে।
এজন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য অন্যতম একটা মাধ্যম।
সার্চ ইঞ্জিন মার্কেটিংঃ
সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে মূলত পেইড মার্কেটিং ম্যাথড। বিভিন্ন সার্চ ইঞ্জিনে যখন কেউ কোন কিছু লিখে সার্চ করে, তখন অনেক সময় আমাদের কন্টেন্ট সার্চ রেজাল্ট এ প্রথম দিকে নাও দেখাতে পারে। কারণ এখানে শুধুমাত্র আপনি একাই কন্টেন্ট লিখছেন না, আরো অনেকেই একি বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করছে এবং কম্পিটিশন করছে সার্চ রেজাল্ট এর সবার প্রথমে থাকার জন্য।
প্রতিটি সার্চ ইঞ্জিনে অ্যাডভারটাইজ করার একটা অপশন থাকে এবং তারা টাকার বিনিময়ে সার্চ রেজাল্ট এ প্রথম দিকে কন্টেন্ট দেখায়।
অনেকের কাছে বিষয়গুলো একটু জটিল মনে হতে পারে। আমি উদাহরণ সরূপ একটু দেখালে আমার মনে হয় আপনার বুঝতে একটু সহজ হবে।
IMAGE
উপড়ের ছবিটি দেখুন, আমি যখন সার্চ করেছি “what is search engine marketing”, তখন গুগলে প্রথম যেই ৪ টি রেজাল্ট দেখা যাচ্ছে সেগুলোর পাশে ছোট করে লিখা আছে “Ad” মানে বিজ্ঞাপন। ওই ওয়েবসাইট বা কোম্পানিগুলো গুগলকে টাকা দিয়ে এখানে বিজ্ঞাপন করছে।
এবং যখন কেউ তাদের টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করছে তখন তাদের কন্টেন্ট গুগল প্রথম দিকে দেখাচ্ছে। আমরা এটাকে পিপিসি ক্যাম্পেইন বলি। এই রকম আর অনেক ভাবেই কন্টেন্ট মার্কেটিং করা যায়। আশা করি বুঝতে পেরেছেন।
সোসাল মিডিয়া মার্কেটিংঃ
সোসাল মিডিয়া মার্কেটিং বলতে আসলে কি বুঝি? সাধারনভাবে বলতে গেলে আমরা প্রতিদিন ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে সোসাল কমিউনিকেশন এর জন্য যে সাইট গুলো ব্যবহার করে থাকি সেগুলেো হল সোসাল মিডিয়া, আর এ সব মাধ্যমে যদি কোনে প্রোডাক্ট প্রমোট করি তাহলে তা হবে সোসাল মিডিয়া মার্কেটিং।
যেমন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেইসবুক, রেডিট, টামবলার, লিংকডিন সহ ইত্যাদি সোসাল মিডিয়া সাইট।
বাংলাদেশ এবং গোটা বিশ্ব এখন সোসাল মিডিয়ার উপর অনেকটা নির্ভর হয়ে পরেছে, আর আমরা সকলেই আমাদের নিজেদের লাইফ স্টাইল সোসাল সাইটে শেয়ার করতে পছন্দ করি। এজন্য এই সোসাল মিডিয়া সাইটগুলোতে অনেক বেশি কোলাহল থাকে।
মার্কেটার হিসেবে এই সুযোগকে কাজে লাগাতে পারলে, আপনি আপনার প্রোডাক্ট এর সেল অনেক গুনে বাড়িয়ে নিতে পারবেন। এই সোশ্যাল সাইটগুলতে ২ ভাবে কাজ করা যায়।
- ফ্রি মার্কেটিং ম্যাথড
- পেইড মার্কেটিং ম্যাথড
আপনি চাইলে ফ্রি তে আপনার প্রোডাক্ট নিয়ে সোসাল সাইটে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে শেয়ার করার মাধ্যমে ক্রেতা খুঁজে নিতে পারেন। প্রতিটি সোশাল মিডিয়াতে টাকার বিনিময়েও বিজ্ঞাপন করে আপনার পণ্যকে অনেকের সামনে নিয়ে যেতে পারেন।
ইমেইল মার্কেটিংঃ
ডিজিটাল মাধ্যমে সবচেয়ে সহজ এবং দ্রুত উপায়ে আপনার পণ্যর বিজ্ঞাপন ভোক্তাদের কাছে পৌঁছানোর কার্যকারি পদ্ধতি হল ইমেইল মার্কেটিং। আপনি কি বিক্রি করছেন সেটা কোন বিষয় নয়। এক ক্লিকেই আপনার সার্ভিসটি সম্ভাব্য হাজার হাজার গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবেন।
→ বেস্ট ইমেইল মার্কেটিং সেবা সমূহের তালিকা (LINK)
বিভিন্ন পদ্ধতিতে ইমেইল কালেকশন করে এক ক্লিকে আপনার পণ্যটির বিজ্ঞাপন পৌঁছে দিতে পারেন মুহূর্তের মাঝে। এতে প্রচুর গ্রাহক পাওয়ার সম্ভাবনা থাকে।
তবে বাংলাদেশ এর কথা চিন্তা করলে আমার দেখা মতে এখনো এই মার্কেটিং চ্যানেলটা এতোটা জনপ্রিয় না। কারণ আমরা এখনো ইমেইল ব্যবহারে এতটা যত্নশীল না। এজন্য বাংলাদেশ মার্কেট -এ কাজ করতে চাইলে এই চ্যানেল টা আপনাকে খুব বেশি সাহায্য করবে বলে আমার মনে হয়না।
তবে এটা জেনে রাখুন, “ইমেইল মার্কেটিং ইজ দা লাইফ ব্লাড অফ ডিজিটাল মার্কেটিং”।
হ্যাঁ, আপনারা যারা ইন্টারন্যাশ্নালী ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করছেন তারা জানেন, ইমেইল মার্কেটিংকে ডিজিটাল মার্কেটিং এর ব্লাড (রক্ত) বলা হয়। তার মানে বুঝতেই পারছেন ডিজিটাল মার্কেটিং -এ ইমেইল মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ।
IMAGE
এসএমএস মার্কেটিংঃ
একটা সময় ছিল যখন মোবাইলের এত প্রচলন ছিল না, কিন্তু আমরা সবাই এখন মোবাইল ব্যবহার করি। আর এই মোবাইল হতে পারে মার্কেটিং এর অনেক সুন্দর একটি মাধ্যম। প্রতিদিনই যখন ঘুম থেকে উঠে মোবাইল কোম্পানি থেকে মেসেজ আসেনি এমন খুব কম দেখেছি আমি।
মোবাইল কোম্পানিগুলো মূলত মোবাইল এসএমএস মাধ্যমে তাদের বিভিন্ন পণ্যের প্রোমোশন করে থাকে এবং এই প্রোমোশনের মাধ্যমকে আমরা বলে থাকি এসএমএস মার্কেটিং।
আপনি চাইলেও কোন মিডিয়া পার্টনার এর সাহায্য নিয়ে আপনার পণ্যের বিজ্ঞাপন এই মোবাইল এসএমএস এর মাধ্যমে করতে পারেন। এটা খুবই কম খরচে করা যায়, আর আপনার যদি সেলস ফানেল সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলে এই মার্কেটিং থেকে অনেক বেশি বিক্রি বাড়ানো সম্ভব।
ওয়েব এনালাইটিক্সঃ
ওয়েব এনালিটিক্স হল আপনার ওয়েব সাইট টি কতজন ভিজিট করছে কোন অঞ্চল থেকে কেমন বয়সীরা ভিজিট করছে তা বিভিন্ন সাইট বা সফটয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা। এক কথায় বলা যায় একটি ওয়েব সাইটের ভিজিটর সম্পর্কে বিস্তারিত তথ্য এনালাইসিস করাকে ওয়েব এনালাইটিক্স বলে।
আমরা অনেকেই গুগুল ওয়েব এনালাইটিক্স, বিং ওয়েব এনালাইটিক্স এবং ইয়াহু এর ওয়েব এনালাইটিক্স এর সাথে পরিচিত। এগুলো দিয়ে কোন একটি ওয়েব সাইটের ভিজিটরের তথ্য সহ অন্যান্য তথ্য গুলো পাওয়া যায়।
এ ছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো অসংখ্য পদ্ধতি রয়েছে। আর এই ডিজিটাল মার্কেটিং এর সব ধরণের সেবা দিয়ে থাকে আমাদের আইএমবিডি এজেন্সী। ধন্যবাদ আপনাকে
বিঃদ্রঃ অবশ্যই দেখুন
উপরোক্ত আলোচনা থেকে আশা করি আপনি বুজতে পেরেছেন ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে শুরু করতে পারেন। আমি জানি আর্টিকেল থেকে অনেক বিষয়ই খুব সহজে বোঝা যায় না, এজন্য আমি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করছিলাম। যেখানে ডিজিটাল মার্কেটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজ কিভাবে করতে হয় তার প্র্যাক্টিক্যাল ধারনা দেবার চেষ্টা করছি।
এখনো ভিডিও টিউটোরিয়ালটি আমি শেষ করতে পারিনি। এই কোর্স টি যদি আপনি ফ্রি তে পেতে চান এবং পাবলিশ হবার সাথে সাথে আপডেট নোটিফিকেশন চান তাহলে এই লিংক থেকে আমাদের ফেসবুক গ্রুপে (DISCORD LINK) জয়েন করে নিন।
ফ্রি ডিজিটাল মার্কেটিং ভিডিও কোর্স – ফেসবুক গ্রুপ লিংক (DISCORD LINK)
(আপনি যদি উপড়ের লিংক থেকে আমাদের গ্রুপে জয়েন ক্রে থাকেন, তাহলে কোর্স টা পাবলিশ করার পর সবার আগে আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ্)
IMAGE + link
40 Comments
Thank you sir It’s very helpful
You are most welcome brother!
চমৎকার একটা পোস্ট দিয়েছেন ভাই,অনেক গুরুত্বপূর্ন পোস্ট।
খুব ভালো
very very nice
Lot of thanks for good informations
Thanks for your nice presentation
How Am I Learn Marketing And Earn Money
আমি শিখতে চাই কিভাবে আমি শিখতে পারবো? আমাকে যদি জানান।
আমি শিখতে চাই
Copy korlam vaiya,,plz don’t mind
I want to learn digital marketing. Where is the best farm of this course?
https://lazukhasan.com/aff/
অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।
ভাই একজন ৫৫০ টাকায় মানে ৯০% স্কলারশিপে কোর্স করর জন্য বলতাছে
করবো নাকি,,,, আজকেই সিদ্ধান্ত নিতে হবে,,কারন আজকে লাস্ট ডে
হয়ে যান
আমি গৃহিণী। 40 উর্ধ বয়স।এখন অনেক অলস সময়।আমি B A পাস।আমি কি কোন কোর্স করতে পারি?কোনটা আমার জন্য সঠিক হবে?
আমি ভালো ভাবে শিক্ষেতে চাই
আমি শিখতে চাই
ami to kono vedio pi na kmon kora ki korbo
Check here https://lazukhasan.com/aff/
I want to do it..please help me brother,i am very very interesting to do online job in home…plz help me
ভাইয়া আপনি কি কুনুভাবে আমায় সাহায্য করবেন প্লিজ,আমি ইংলিশ মুটামুটি ভাল জানি,,এক্সপার্ট আছে,,বাহিরের লুকদের সাথেও আলাপ করতে পারব,,,আমি কিছু করতে চায় আমায় সুজুগ দিন প্লিজ
I want to do it..i am very interested to do online job in home..please brother help me,, plz…i want to do somethig,
thank you Brow
অনেক সুন্দর বুঝিয়েছেন ভাই, ধন্যবাদ আপনাকে
Nice post
আমার পড়া সেরা টিউটোরিয়াল এটি,ধন্যবাদ।
কোর্স টি আমি পেতে পারি
আমি শিখতে চাই কিভাবে আমি শিখতে পারবো?
ধন্যবাদ আপনাকে,,
আমি শিখতে চাই কিভাবে আমি শিখতে পারবো?
আমি শিখতে চাই, আর আমার একটি ভালো কম্পিউটারও বাসায় আছে।
ভাই সরাসরি শিখাবোন।
ভাই সরাসরি শিখাবেন।
ভাই এই ডিজিটাল মার্কেটিং শিখতে শিক্ষাগত যোগ্যতা লাগে কোন পর্যন্ত?
I wanted digital Marketing course
Thanks for the valuable information.
ধন্যবাদ আপনাকে।
ভাই আমি শিখতে চাই কিভাবে শিখতে পারি বলবেন প্লিজ