নতুন ওয়েবসাইট তৈরি করেছেন? গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট সার্চ রেজাল্ট এ দেখাচ্ছেনা? হ্যা, এটাই স্বাভাবিক বিষয় কারন আপনি যদি আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিন এর জন্য অপ্টিমাইজ না করে থাকেন তাহলে সার্চ রেজাল্ট এ আপনার ওয়েবসাইট খুজে না পাবারই কথা।

এই পোস্ট এ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার সাইটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য Yeost SEO ওয়ার্ডপ্রেস প্লাগিন সেটাপ করতে পারেন এবং আপনি যদি ওয়ার্ডপ্রেস আপনার সাইটে ব্যবহার করে না থাকেন তাহলে আমি বলবো চেস্টা করুন ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে আপনার সাইটটিকে নিয়ে আসার।

আপনি হয়তোবা বলবেন কেন ওয়ার্ডপ্রেস এ আনতে হবে?

কারন ওয়ার্ডপ্রেস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য অনেক স্বনামধন্য একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।  যাই হোক, আপনার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে তাহলে এই পোস্টটি আশা করি আপনাকে অনেক হেল্প করবে।

Yoast SEO ওয়ার্ডপ্রেস প্লাগিন বেগেইনারস গাইড এ আমরা দেখবোঃ

  • কিভাবে Yeost SEO ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটল করতে হয়
  • কিভাবে প্লাগইন সঠিকভাবে কনফিগার করতে হয়
  • প্লাগইন এর সব ফিচারগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া নেওয়া

নিচের ভিডিও টি দেখুন আশা করি বুঝতে পারবেন এই কোর্স আপনাকে কিভাবে সাহায্য করতে পারে।

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

এস.ই.ও এর জন্য Yoast SEO প্লাগিন এর সম্পূর্ণ কোর্সটি করে নিন। (ফ্রি কোর্স)

আশা করি বুঝতে পেরেছেন।  এখন আপনি হয়তোবা ভাবছেন কিভাবে কোর্সটি করবেন।  প্রথমে এই লিঙ্ক থেকে ম্যাবস্ আই.টি মেম্বার্স প্যানেলে ফ্রি একাউন্ট করে নিন (যদি আপনার আগে একাউন্ট করা থাকে তাহলে লগইন করুন) এবং এর পর এই লিঙ্কটি ওপেন করলেই সরাসরি কোর্স পেজ এ আপনাকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে কোর্সটি আপনি দেখতে পাবেন।  এখানে মোট ২০ টি ভিডিও আছে।

আপনি যদি Yoast SEO প্লাগইন ডাউনলোড করে নিতে চান এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

Yoast SEO – ডাউনলোড করুন

Recommendation

আপনার যদি নিজের ওয়েবসাইট না থাকে তাহলে চাইলে নিজের ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আমাদের অনেকেই প্রশ্ন করেন আমি কোন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনলে ভালো হবে? আমাদের সাজেশন যদি আপনি চান তাহলে আমরা আপনাকে বলবো Namecheap বা Bluehost এর সেবা ব্যবহার করতে পারেন। এদের প্রাইসিং অনেক কম এবং সাপোর্ট এর দিক থেকে অনেক ভালো ।

এছড়া আমরাও ডোমেইন হোস্টিং সেবা দিয়ে থাকি আপনি চাইলে আমাদের সাইট থেকেও ডোমেইন হোস্টিং সেবা নিতে পারেন।

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

বাংলা ব্লগিং কমপ্লিট বিগেইনারস্ গাইড + প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিমআপনি যদি ব্লগিং এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য পারফেক্ট একটি কোর্স।

Write A Comment