আপনি কি আপনার ওয়েবসাইটের নাম নিয়ে চিন্তা করছেন? বুঝে উঠতে পারছেন না কোন নাম আপনার অ্যাফিলিয়েট বা সিপিএ মারকেটিং এর জন্য ভালো হবে? এই পোস্ট থেকে আপনি শিখতে পারবেন কিভাবে একটি ভালো ডোমেইন এর নাম খুজে নিতে পারেন।

প্রথমেই আমি আপনাকে বলবো ডোমেইন নাম আমাদের বিজনেস এর জন্য কেন জরুরী।  অনেক নতুন মার্কেটার মনে করে থাকেন আমি আগে আমার বিজনেস এর জন্য ফ্রি কোন ডোমেইন দিয়ে কাজ শুরু করি এর পর আমি কোন প্রোফেশনাল বা পেইড ডোমেইন নিয়ে কাজ শুরু করবো।

এখানে নতুন মার্কেটাররা একটি ভূল করে থাকেন।  যদি আপনি মার্কেটিং এ আসলেই সিরিয়াস থাকেন তাহলে আপনাকে একটি প্রোফেশনাল ডোমেইন নিয়ে কাজ শুরু করার জন্য আমি পরামর্শ দেবো।

আপনি হয়তোবা ভাছেন কেন পেইড ডোমেইন লাগবে?

এখানে অনেক বিষয় জরিত আছে।  যেমন ধরুন আপনি আপনার কোন অ্যাফিলিয়েট বা সিপিএ প্রোমশনাল লিঙ্ক মেইন ডোমেইন এ মাস্কিং করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক প্রোমট করার প্লান করলেন।

এখানে যদি আপনি পেইড ডোমেইন না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার প্রোমশনাল লিঙ্ক মাস্কিং করতে পারছেন না।

এবার আসুন আর কি বিষয় আছে? আপনি যদি অনলাইন মারকেটিং করতে চান তাহলে ব্লগিং জানাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হবে। এখানে আপনি যদি পেইড ডোমেইন না নিয়ে কাজ শুরু করতে চান তাহলে দেখা যাবে অনেক ফিচার আপনি জানবেন না এবং পরবর্তীতে কাজ করতে গেলে অনেক কিছুই আপনার কাছে নতুন মনে হবে।

বাংলা ব্লগিং কমপ্লিট বিগেইনারস্ গাইড + প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিমআপনি যদি ব্লগিং এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য পারফেক্ট একটি কোর্স।

সহজভাবে আমি যদি বলি লোকাল বিজনেস করতে চাইলে যেমন আপনার একটি অফিস বা দোকান নিতে হবে ঠিক তেমনই অনলাইনে কাজ শুরু করতে চাইলে আপনাকে প্রোফশনাল ডোমেইন নিতে হবে।

কোন ডোমেইন নাম আমি নেবো?

আপনি যদি অ্যাফিলিয়েট মারকেটিং করতে চান তাহলে আপনাকে আমি পরামর্শ দেবো আপনার নিশ রিলিটেড কোন ডোমেইন নিতে। এই স্টেজ এ অনেকেই একটি ভূল করে থাকেন আর তা হচ্ছে যখন কেউ কোন প্রোডাক্ট প্রোমট করতে যায় তখন সে ওই প্রোডাক্ট রিলেটেড ডোমেইন এর নাম নিয়ে থাকে।

এখানে আপনি যদি প্রোডাক্ট রিলেটেড কোন ডোমেইন নাম পছন্দ করে থাকেন তাহলে আপনি ঐ ডোমেইন দিয়ে শুধু একটি প্রোডাক্ট এর প্রোমোশন করতে পারবেন।  যদি প্রোডাক্ট এর মালিক মনে করে যে ওই প্রোডাক্ট আর মারকেটপ্লেসে রাখবেনা তাহলে আপনার টোটাল বিজনেসই শুন্যতে নেমে আসবে।  এজন্য সব সময় আপনার নিশ রিলেটেড ডোমেইন এর নাম নেবেন।

ডোমেইন এর নাম কি হলে ভালো হয়?

ডোমেইন এর নামের ক্ষেত্রে প্রথমে আপনাকে নিজের ব্রেনকে একটু খাটাতে হবে।  এখানে আপনি চিন্তা করবেন এমন একটি ডোমেইন এর নাম যেই নামটা একটা ব্রান্ড হিসেবে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন।  আমি এখানে আপনাকে বোঝাতে চাচ্ছি নাম টা এমন হবে যেটা কেউ শুনলে মনে করবে এটা একটা ব্রান্ড।

  • ডোমেইন এর নাম সংক্ষিপ্ত হতে হবে।
  • ডোমেইন এর নামে কোন ধরনের কোন নাম্বার ব্যবহার করবেন না এবং কোন হাইফেন ব্যবহার করবেন না।
  • ডোমেইন এর নামের সাথে আপনার নিশ এর একটা ছোয়া রাখার চেস্টা করবেন।

এখানে কিছু পিফিক্স দেওয়া হলো (ডাউনলোড করুন) যেগুলো আমি ব্যবহার করে খুব ভালো ডোমেইন এর নাম খুজে নিতে পারি।  এবং ব্যক্তিগতভাবে আমি এই প্রিফিক্সগুলো সবসময় ব্যবহার করে থাকি।

সম্পূর্ণ বিষয়টি খুব ভালো ভাবে বোঝানোর জন্য আমি একটি ভিডিও রেকর্ড করেছি নিচের ভিডিওটি দেখুনঃ

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার বিজনেস এর জন্য খুব ভালো একটি ডোমেইন এর নাম খুজে নিতে পারেন।  আপনি যদি না জানেন কিভাবে ডোমেইন কিনতে হয় তাহলে এই পোস্টটি দেখতে পারেন এখানে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার বিজনেস এর জন্য ভালো একটি ডোমেইন কিনতে পারেন।

Recommendation

আপনার যদি নিজের ওয়েবসাইট না থাকে তাহলে চাইলে নিজের ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন।  আমাদের অনেকেই প্রশ্ন করেন আমি কোন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনলে ভালো হবে?

আমাদের সাজেশন যদি আপনি চান তাহলে আমরা আপনাকে বলবো Namecheap এর সেবা ব্যবহার করতে পারেন।  এদের প্রাইসিং অনেক কম এবং সাপোর্ট এর দিক থেকে অনেক ভালো ।

Namecheap অফিসিয়াল সাইট ভিজিট করতে – এখানে ক্লিক করুন

এছড়া আমরাও ডোমেইন হোস্টিং সেবা দিয়ে থাকি আপনি চাইলে আমাদের সাইট থেকেও ডোমেইন হোস্টিং সেবা নিতে পারেন।

ম্যাবস্ আই.টি আপনাকে দিচ্ছে প্রোফেশনাল ডোমেইন এবং হোস্টিং

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

Write A Comment