আপনি কি অনলাইনে কাজ করতে গিয়ে কূল কিনারা খুজে পাচ্ছেন না? বুঝতে পারছেন না কিভাবে কাজ শুরু করবেন বা কাজ করতে গেলে আসলেই বা কি করতে হয়? যারা এই ধরনের সমস্যা বোধ করছেন তাদের জন্য আমি লিখাটা লিখছি। আশা করি এই ছোট গাইডটি আপনাকে কিছুটা হলেও সহায়তা করবে।
[tcb-script async=”” src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”][/tcb-script][tcb-script](adsbygoogle = window.adsbygoogle || []).push({});[/tcb-script]
আমরা যারা অনলাইনে কাজ করবো বলে সবে মাত্র চিন্তা করছি বা অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এই বিষয়ে শুনে এসেছি তারা প্রথম স্টেপেই একটা বড় ভূল করে বসেন। এই ভূলটির জন্য যে সম্পূর্ণভাবে আপনি নিজেই দায়ী সেটা আমি বলছিনা। এখানে আপনি ভূল করে থাকেন আপনার আশেপাশে দেখা কিছু বিজ্ঞাপন থেকে এবং আপনার কিছুটা অলসতা এখানে বড় ভূমিকা পালন করে থাকে।
তাহলে প্রশ্ন হচ্ছে কি ভূল করে থাকি?
এখানে আপনি আপনার আশেপাশে দেখা বিজ্ঞাপনে এমন কিছু জানতে পারেন যে “ফ্রিলান্সিং বা আউটসোরসিং শিখুন এবং ঘরে বসে টাকা ইনকাম করুন”।
আমার মনে হয় এমন বিজ্ঞাপন আপনি দেখেননি এমন ঘটনা ঘটেনি। হ্যা, এই বিজ্ঞাপন দেখেই আপনি আপনার মনে একটি বিষয় আটকে ফেলেন আর তা হচ্ছে – “ফ্রিলান্সিং টাকা ইনকাম করার অনেক সহজ একটা মাধ্যম এবং আপনি ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন”।
আমাদের ৯০% নতুনদেরই এখানে একটি ভূল হয়ে থাকে এবং এই ভূলের কারনেই তারা সামনে এগোতে পারেনা। এখানে তারা ফ্রিলান্সিং কি, এটা আসোলেই কি আপনার দ্বারা সম্ভব কিনা, কাজ শিখতে বা করতে কি কি লাগবে, এখানে আপনাকে কি কোন টাকা খরজ করতে হবে কিনা এছাড়া আরো অনেক বিষয় না জেনেই আমরা ফ্রিলান্সিং করবো এবং টাকা ইনকাম করবো এই চিন্তায় দিনের পর দিন সময় ইনভেস্ট করে থাকি।
কিন্তু ফাইনাল রেজাল্ট দেখা যায় শুন্য।
তাহলে আমাদের কি করা উচিৎ?
এই স্টেজে আমার মতে আপনার ২ টি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিৎ। বিষয় ২ টি হচ্ছেঃ
- মাইন্ড সেটআপ
- জাম্পিং থেকে বিরত থাকা
মাইন্ড সেটআপঃ মার্কেটিং -এ একটি শব্দ আছে “মাইন্ড সেট“। শব্দটা শুনেই হয়তোবা আপনি বুঝে গেছেন এর অর্থ কি। হ্যা, আপনার মন কে আগে কাজের জন্য সেট করতে হবে। আপনাকে প্রথমেই কিছু বিষয় ভালোভাবে জেনে এর পর সিধান্ত নিতে হবে আপনি কি আসলেই ফ্রিলান্সিং করবেন কি না?
জাম্পিং বন্ধ করতে হবেঃ এখানে আমাদের ৯০% অনলাইন ফ্রিলান্সার বা মার্কেটারের যেই স্বভাব সেটা হচ্ছে এক কাজ থেকে আরেক কাজে জাম্প করা, এটা আপনাকে বন্ধ করতে হবে। আপনি যেই কাজ করছেন সেই কাজে আপনাকে ১০০% অটল থাকতে হবে এবং লেগে থাকতে হবে।
[tcb-script async=”” src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”][/tcb-script][tcb-script](adsbygoogle = window.adsbygoogle || []).push({});[/tcb-script]
হ্যা, এখানে আমি আপনাকে এটা বলছি না যে স্ট্রেটিজি শিখবেন না। এখানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে শুধু সেটা নিয়েই স্টাডি করুন এখানে আপওয়ার্কে বা ফাইবারে কিভাবে কাজ করতে হয় সেটা আপনাকে খুব বেশি না জানলেও চলবে।
আশা করি উপরের আলোচনা থেকে কিছুটা হলেও আপনি উপকার পেয়েছেন। বিষয়গুলো আরো ভালোভাবে বোঝার চেস্টা করুন এবং এর পর কাজ শুরু করুন। তাতে আপনার টাকা এবং সময় ২ টাই বাঁচবে।
Recommendation
আপনি যদি অনলাইনে আপনার ক্যারিয়ার বিল্ডআপ করতে চান তাহলে আমি রিকমেন্ড করবো আমাদের মেম্বার্স প্যানেলে ফ্রি একাউন্ট করে নিন। আমাদের মেম্বার্স প্যানেলে অনেক ফ্রি এবং পেইড রিসোর্স পাবেন এবং আশা করি আমাদের এই রিসোর্স আপনার অনলাইন ক্যারিয়ারের পথকে অনেক সহজ করবে।
এখানে ক্লিক করুন – ফ্রি একাউন্ট করে নিন
FAQ
আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।