আপনি যদি ব্লগিং শুরু করতে চান এবং আপনার ব্লগ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে নিশ সিলেক্ট করা।  এই স্টেজ এ এসে অনেক নতুন ব্লগারই বুঝে উঠতে পারেনা কিভাবে নিশ সিলেক্ট করতে হয় এবং কেনই বা এটা প্রয়োজন।  এই আর্টিকেল এ আমি আপনাকে বিস্তারিত বোঝানোর চেস্টা করছি।

নিশ বলতে কি বুঝায়?

নিশ বলতে আমরা বুঝি কোন একটি টপিক বা ক্যাটাগরি।  আপনি মূলত কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাই হচ্ছে নিশ। যেমন ধরুন আপনি হেলথ্ অ্যান্ড ফিটনেস সম্পর্কে খুব ভালো জানেন এবং এটা নিয়ে ব্লগ তৈরি করতে চাচ্ছেন এবং অবশ্যই টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে এই হেলথ অ্যান্ড ফিটনেসই হবে আপনার নিশ।

এখন প্রতিটি নিশ এর ভেতর আবার সাব-নিশ আছে।

সেটা কেমন?

আপনি যখন হেলথ্ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করবেন তখন এই নিশটি অনেক বিশাল একটি টপিক।  এই হেলথ্ অ্যান্ড ফিটনেস এর ভেতর অনেক সাব ক্যাটাগরি আছে যেমন হতে পারে ওয়েট লস, স্কিন কেয়ার, বডি বিল্ডিং ইত্যাদি।  এগুলোকে বলা হয় সাব-নিশ

কেন আমি নিশ সিলেক্ট করবো?

আমার দেখা অনেক নতুন মার্কেটার আছেন যারা নিশ সিলেকশনে খুব বেশি গুরুত্ব না দিয়ে মার্কেটিং করতে গিয়ে ফেইল করেছে।  আর এই ফেইল করার পেছনে অনেক কারন ও আছে।  নিশ সিলেকশনের বেশ কিছু টার্মস্ অ্যান্ড কন্ডিশন আছে যা মানলে খুব ভালো একটি নিশ বেছে নেওয়া যায় এবং সফল হবার সম্ভবনা অনেক বেশি থাকে।  এই বিষয়ে পরে আরো আলোচনা করছি ইনশাআল্লাহ্‌।

আমাদের প্রশ্ন হচ্ছে আমি নিশ কেন সিলেক্ট করবো? 

আপনি যদি নিশ সিলেক্ট না করে কাজে নামতে চান তাহলে সেটা হবে আপনার চোখে কালো কাপড় বেধে দৌর প্রতিযোগিতায় অংশ নেবার মত।  আপনি কি করছেন কেন করছেন তার ভালো কোন প্লান আপনি করতে পারবেন না এবং ফাইনালি আপনার ফেইল করার সম্ভবনা ৯৯.৯৯%

আমি সবসময় একটি কথা বলি – “যাই করেন আগে সেটা ভালোভাবে বুঝে নিয়ে এর পর নিজে পারবেন কিনা সেটা চিন্তা করুন এবং কনফিডেন্স লেভেলকে দৃঢ় করে কাজে নামুন”।

এখানে নিশ সিলেকশনের বিষয়টিও ঠিক তেমনই, আপনাকে খুব ভালোভাবে আগে রিসার্চ করে এর পর কাজে নামতে হবে।

[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]

কোন নিশ নিয়ে কাজ করবো?

আপনি যদি আমাকে জিজ্ঞাস করেন কোন নিশ ভালো তাহলে আমি আমার এক শিক্ষকের কথা বলবো যার কাছ থেকে আমি নিশ সিলেকশন সম্পর্কে শিখেছি এবং মাইন্ড সেটাপ করতে সফল হয়েছিলাম।  আমি আমার শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম কোন নিশ নিয়ে কাজ করবো?

তখন তিনি আমাকে বলেছিলেন ৩ টি নিশ আছে যেটা কিনা এভারগ্রিন এবং এই ৩ টি নিশের ভেতর তুমি যেই বিশয়ে ভালো জানো এবং তোমার আগ্রহ অনেক বেশি সেটি সিলেক্ট করে নাও এবং পরবর্তীতে শুধু সেটা নিয়েই থাকো।

এভারগ্রিন নিশ ৩ টি হচ্ছেঃ

  • হেলথ্ অ্যান্ড ফিটনেস
  • মেক মানি
  • অ্যাডাল্ট / রিলেশনশিপ

এই ৩ টি নিশ দুনিয়া যতদিন আছে ততদিন থাকবে এবং এর ডিমান্ড সবসময় একি রকম থাকবে।

আমি আমার শিক্ষকের মত আপনাকেও বলবো যে এই ৩ টি নিশ এর যে কোন ১ টি নিয়ে কাজ শুরু করুন এবং সেটা নিয়েই লেগে থাকুন, ইনশাআল্লাহ্‌ আপনি সফল হবেন।  এই ৩ টি নিশ এর বাইরেও কিন্তু অনেক অনেক নিশ আছে। আপনার ইন্টারেস্ট যদি অন্য কোন কিছুতে থাকে তাহলে আপনি সেটাও বেছে নিতে পারেন।

নিশ এবং সাব-নিশ বোঝার জন্য আমার কাছে সবথেকে ভালো লাগে ২ টি সাইট – ClickBank এবং Amazon

আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে ClickBank থেকে নিশ এর আইডিয়া নিতে পারেন আর যদি ফিজিকাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে Amazon সাইট টা ভিজিট করতে পারেন।

উপরের ছবিতে ClickBank মার্কেটপ্লেস এর ক্যাটাগরি গুলো দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাটাগরি গুলই নিশ এবং ক্যাটাগরি গুলো ওপেন করলে সাব-নিশ গুলো দেখা যাবে।  ঠিক তেমনি Amazon সাইটে গেলে আপনি অনেক অনেক নিশ খুজে পাবেন।

আপনি যদি আমার কুইক সাজেশন নিতে চান তাহলে উপরের ৩ টি নিশ এর যে কোন ১ টি নিয়ে কাজ শুরু করতে পারেন। আর যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে সেখানে রিসার্চ এর সিস্টেম টা একটু ভিন্ন।  সেটা অন্য কোন আর্টিকেল এ আমি ব্যাখ্যা করার চেস্টা করবো ইনশাআল্লাহ্‌।

নিশ সিলেকশনের ক্রাইটেরিয়াগুলো আরো ভালোভাবে জানতে চাইলে এই আর্টিকেল থেকে দেখে নিতে পারেন নিশ সিলেকশনের ক্ষেত্রে কি কি বিষয় আমাদের কন্সিডার করতে হবে।

আপনি যদি আমার কুইক সাজেশন থেকে নিশ পছন্দ করে নিয়ে থাকেন তাহলে পরবর্তী স্টেপ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

যদি ব্লগিং এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান এবং আপনি যদি ব্লগিং এ নতুন হয়ে থাকেন তাহলে এই কোর্স আপনার জন্য পারফেক্ট একটি কোর্স।

Recommendation

আপনি যদি ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে ম্যাবস্ আই.টি আপনাকে অনেকভাবেই সাহায্য করবে এবং আপনি চাইলে ম্যাবস্ আই.টি ফ্রি মেম্বারশিপ নিয়ে আগে মেম্বার্স প্যানেলের বিস্তারিত দেখতে পারেন।

এখানে অনেক ফ্রি কোর্সও আপনি পাবেন সেগুলো আগে দেখুন এর পর যদি আপনি মনে করেন ম্যাবস্ আই.টি আপনাকে সাহায্য করবে তাহলে মেম্বারশিপ আপগ্রেড করে নিতে পারবেন।

ফ্রি একাউন্ট করে নিতে এখানে ক্লিক করুন

FAQ

আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।

3 Comments

  1. Riaj Ahmed Reply

    Thanks for step-by-step writings on affiliate marketing. This article is very essential for a new affiliate marketer.

  2. Uttam Guha Reply

    Your videos are very helpful for affiliate marketing. Thanks a lot.

Write A Comment