অনলাইনে কাজ করছেন কিন্তু দিন শেষে দেখা যায় কাজের কাজ কিছুই হয়নি। যখন আপনার ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করে কাজ করতে বসেন তখন আপনার চিন্তা করতে হয় এখন আপনার কাজ কি? হ্যা, আমাদের অনেকেরই এই সমস্যা হয় এবং আপনারও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই পোস্ট আপনার জন্য।
এই পোস্ট থেকে আপনি শিখতে পারবেন কিভাবে টাইম এবং প্রোজেক্ট ম্যানেজমেন্ট করা যায় এবং আমি ব্যক্তিগতভাবে যেভাবে আমার নিজের প্রোজেক্ট ম্যানেজ করে থাকি।
আমরা যখন কোন প্রোজেক্ট নিয়ে কাজ করি আমাদের অনেকেরই গোল সেটাপ না করেই আমরা কাজ শুরু করে দেই। এখানে যদি সুনির্দিষ্ট কোন লক্ষ্য না থাকে তাহলে আমাদের কাজের গতি কমে যায় এবং দেখা যায় প্রোজেক্ট এর কোন অগ্রগতিই হচ্ছেনা।
সফল ব্যাক্তিদের অভ্যাস নিজের অভ্যাসে পরিনত করা
আপনাকে প্রথমেই যেই কাজ করতে হবে তা হচ্ছে খাতা কলমে আপনার প্রোজেক্ট এর কাজের স্টেপ গুলো লিখে নিতে হবে। যারা সফল তাদের ব্যাক্তিগত জীবন যদি আপনি দেখেন তাহলে দেখবেন তাদের লিখা-লিখির অভ্যাস ছিলো। তারা নিয়মিত স্কিল ডেভোলপের জন্য পড়াশুনা করতো এবং তারা যাই চিন্তা করতো সেগুলো খাতা-কলমে লিখে নিত। আপনিও যদি সফল হতে চান তাহলে সফল ব্যাক্তিদের এই অভ্যাস গুলো আপনার নিজের ভেতর নিতে হবে।
যেমন ধরুন “বিল গেটস্” বিশ্বের সেরা ধনীদের একজন। তিনি যখনই সময় পান নতুন নতুন বই পড়েন এবং তিনি ওই বইগুলো থেকে যা শেখেন তিনি তার পার্সোনাল ওয়েবসাইটে সবার সাথে শেয়ার করেন। তিনি তার জ্ঞানকে বিতরন করে থাকেন GatesNotes.com এই সাইটে।
সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝার জন্য নিচে একটি ভিডিও দেওয়া হলো। আশা করি ভিডিও টি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে আমি আমার টাইম এবং প্রোজেক্ট ম্যানেজ করে থাকি।
[tcb-script src=”https://apis.google.com/js/platform.js”][/tcb-script]
আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি খুব সহজেই আপনার কাজকে অনেক সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। এই অভ্যাস যে শুধু অনলাইন কাজের জন্য তা কিন্তু না। এই অভ্যাস আপনাকে আপনার সব কাজেই সফলতা এনে দিতে পয়ারে।
Recommendation
আপনি যদি অনলাইন ফ্রিলান্সিং বা মার্কেটিং করে আপনার ক্যারিয়ার বিল্ডআপ করতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আমাদের মেম্বার্স প্যানেলে একাউন্ট করে নিন। এখানে আপনি আরো অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ কাজ শিখতে পারবেন।
মেম্বার্স প্যানেলে একাউন্ট করতে – এখানে ক্লিক করুন
FAQ
আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।