নেটওয়ার্ক ই.পি.সি (Network EPC) বলতে আমরা কি বুঝি? হ্যা, EPC এর অর্থ হচ্ছে Earning Per Click. বুঝতে কস্ট হচ্ছে? কোন সমস্যা নেই পড়তে থাকুন। নেটওয়ার্ক ই.পি.সি বুঝতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে অ্যাফিলিয়েট বা সিপিএ অফার। ধরে নিলাম আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কিছুটা হলেও জানেন। প্রতিটি প্রোডাক্ট যখন কোন অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটপ্লেসে লিস্ট করা হয় তখন ওই অফারে আসলে কি ঘটছে নেটওয়ার্ক তার একটা হিসাব আপনাকে দিয়ে থাকে। নিচের ছিটি দেখুনঃ

network-epc

উপরের ইমেইজ টি দেখুন এখানে প্রতি লিডে আপনাকে দেবে ১৬ ডলার এবং Network EPC আছে ১.২০ ডলার। এর অর্থ হচ্ছে আপনি এই অফারের জন্য যদি খুব ই ভালো মানের ভিজিটর পাঠাতে পারেন তাহলে প্রতি ভিজিটর থেকে আপনি ইনকাম করতে পারবেন ১.২০ ডলারের মত। এর মানে আপনি এটা ভেবে নেবেন না যে আপনি ভিজিটর পাঠালেই ১.২০ ডলার করে পাবেন। এটা আপনাকে একটা হিসেব বলে দিচ্ছে নেটওয়ার্ক। এই মুহূর্তে যারা এই অফার নিয়ে কাজ করছে তারা প্রতি ভিজিটর থেকে অ্যাভারেজ ১.২০ ডলার করে ইনকাম করছে। সেটা কিভাবে?

হ্যা, আপনি যদি এই অফারে ১০০ ভিজিটর পাঠান তাহলে আপনার ইনকাম আসার কথা ১.২০ x ১০০ = ১২০ ডলার। প্রতি লিড থেকে আপনি পাচ্ছেন ১৬ ডলার তাহলে মোট ইনকামকে আপনি যদি ১৬ দিয়ে ভাগ করেন তাহলে বোঝা যাবে আপনি কতগুলো লিড/সেল পাচ্ছেন। ১২০ / ১৬ = ৭.৫ লিড/সেল।

এখন পরিশেষে যা দারালো তা হচ্ছে আপনি যদি ১০০ ভিজিটর এই অফারের জন্য পাঠান তাহলে আপনি ৭ থেকে ৮ টা লিড বা সেল পাচ্ছেন যার মাধ্যমে আপনার ইনকাম হচ্ছে ১২০ ডলারের মত। এবং এই মোট কমিশনকে আপনি যদি ভিজিটর দিয়ে ভাগ করে থাকেন তাহলে চলে আসছে প্রতি ভিজিটর থেকে আপনি কত টাকা পেলেন।

হিসেব কি এখন সহজ মনে হচ্ছে? হ্যা, এটাকেই আসলে বলা হয় Network EPC.

নেটওয়ার্ক ই.পি.সি কেন অনেক গুরুত্বপূর্ণ?

কারন হচ্ছে আপনি যখন সি.পি.এ মার্কেটিং কে ব্যবাসার মত চিন্তা করে কাজ করবেন তখন এখানে বেশ কিছু ইনভেস্টমেন্ট আছে যা কিনা আপনার অবশ্যই করতে হবে। যেমন ধরুনঃ নিজের ওয়েবসাইট, অটোরেস্পন্ডার, ভিজিটর, ট্রাকিং সফটওয়্যার ইত্যাদি। এবং এর সাথে আপনাকে ভিজিটর জেনারেট করতে হবে। এখানে আপনি ফ্রি তেও ভিজিটর জেনারেট করতে পারেন এবং টাকা খরজ করেও ভিজিটর জেনারেট করতে পারেন। যদি আপনি টাকা খরজ করে আপনার অফারের জন্য ভিজিটর জেনারেট করে থাকেন তাহলে আপনাকে ভালো অফার খুজে নিয়ে কাজ শুরু করতে হবে।

আপনি এখন জানেন নেটওয়ার্ক ই.পি.সি আসলে কি। এখন আপনার বুঝতে বাকী নেই ভালো ই.পি.সি ছাড়া প্রোডাক্ট খুজে না নিলে আপনার টোটাল ইনভেস্টটাই লসে চলে যেতে পারে। যেমন ধরুন আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন এমন যেটা আপনাকে প্রতি লিড/সেল এ দেবে ১০০ ডলার এবং তার নেটওয়ার্ক ই.পি.সি ২.৫০ ডলার। তাহলে দেখুন আপনি ১০০ ভিজিটর জেনারেট করলে আপনার আসবে ২.৫০ x ১০০ = ২৫০ ডলার। আপনি জানেন ১ টা সেল এ আপনি পাচ্ছেন ১০০ ডলার তাহলে আপনি যখন ক্যাম্পেইন শুরু করছেন ১০০ ডলার পর্যন্ত নিশ্চিন্তে ক্যাম্পেইন করা যায় । কারন আপনার নেটওয়ার্ক ই.পি.সি আপনাকে বলছে ১০০ ভিজিটর থেকে ২৫০ ডলার পর্যন্ত ইনকাম করা যাচ্ছে। তাহলে ১০০ ডলার খরজ করে যদি ভালো মানের ১০০ ভিজিটর আনা যায় তাহলে ২৫০ ডলার আসার সম্ভবনা আছে।

এজন্যই নেটওয়ার্ক ই.পি.সি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস অনলাইন মার্কেটিং এ সফলতার জন্য।

Write A Comment